Grened : পরিত্যক্ত জমিতে থাকা গ্রেনেড উদ্ধার করল সেনা বাহিনী
শিলিগুড়ি , ৪ মার্চ : চম্পাসারি এলাকায় বোমাতঙ্ক , সেনা বাহিনী পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে যায় | শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র নগরের একটি পরিত্যক্ত জমিতে ওই গ্রেনেড টি পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা গতকাল । তৎক্ষণাৎ গ্রেনেডের ছবি তুলে প্রধান নগর থানার পুলিশের কাছে পাঠায় তারা । ঘটনাস্থলে […]