Fraud : জালিয়াতি চক্রের মূল পান্ডা গ্রেপ্তার , প্রায় ১০০ কোটি টাকা প্রতারণা
শিলিগুড়ি , ১১ মার্চ : প্রায় ১০০ কোটি টাকা জালিয়াতি চক্রের মূল পান্ডা সইদুলের পর্দাফাঁস করল জেলা পুলিশ সুপার। সাধারণ মানুষের অ্যাকাউন্ট ভাড়া করে জালিয়াতি চক্রের মূল কিং পিন সইদুলকে নয় মাস পর গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে একাধিক তথ্যের হদিশ পেয়ে হতবাক হয় পুলিশ । ফাঁসিদেওয়া থানার পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে জানান , সাধারণ […]