Animal : গাড়ি ধাক্কায় মৃত্যু চিতাবাঘ ও বিড়ালের
শিলিগুড়ি , ২৬ অগাষ্ট : বাগডোগরায় হাসখোয়া চা বাগানের কাছে জাতীয় সড়কের উপর একটি বিড়ালকে তাড়া করছিল একটি চিতাবাঘ । সেই সময় আচমকাই দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা মারে দু’জনকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘ ও বিড়ালের । বনদপ্তর সূত্রে জানা গিয়েছে , রাস্তার ওপর আচমকা চলে আসায় গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় প্রাণীগুলির । […]