Flight : ভুটানের আকাশে নতুন অধ্যায় !
শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : গেলেফু বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক উড়ান | ভুটানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে | প্রথমবারের মতো গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান ভরল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান। বলা যায় আনুষ্ঠানিকভাবে খুলে গেল দেশের দক্ষিণাঞ্চলের আকাশপথের নতুন দিক । ড্রুকএয়ার পরিচালিত উদ্বোধনী গেলেফু–কলকাতা–গেলেফু আন্তর্জাতিক পরিষেবা আজ শুরু হল । এই উড়ান চালুর মাধ্যমে […]
