Crime : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার দুই অটো যাত্রী
শিলিগুড়ি , ২ মে : ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে নেশার সামগ্রী বাজেয়াপ্ত করে | একটি যাত্রীবাহী অটো তল্লাশি করতেই অটোর ভেতরে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার । সঙ্গে সঙ্গে ফাঁসিদেওয়া থানার পুলিশ এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে […]