Crime : পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার , পেশ আদালতে
শিলিগুড়ি , ২৮ অগাস্ট : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার সাদা পোষাকের পুলিশ।পুলিশের কাছে খবর আসে হিমালয়ানকন্যা আবাসন সংলগ্ন সর্বপল্লী এলাকায় জনা দশেক দুষ্কৃতী অপরাধমূলক কাজের ছক করছে । এই খবর পাওয়া মাত্র অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ | এই অভিযানের খবর পেয়ে বেশকয়েক জন […]