Crime : পাচারের আগে নেশার সামগ্রী সহ গ্রেপ্তার
শিলিগুড়ি , ২২ এপ্রিল : শিলিগুড়ি থেকে রায়গঞ্জে পাচার হচ্ছিল নেশার সামগ্রী ।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং।সোমবার রাতে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে পাচার হচ্ছে নিষিদ্ধ কাফ সিরাপ।এই খবর […]