Health : কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা শিবির
শিলিগুড়ি , ৭ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এবং “হিন্দুস্তান একান্নবর্তী” এর সহযোগিতায় “কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা” “মেয়ে বাঁচাও” শিবিরের আয়োজন করা হয় । জেলার ফাঁসিদেওয়ার ব্লকের হাসখোয়া অঞ্চলের কাঁদোপানি মাঠে অনুষ্ঠিত হয় এই শিবির । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ,মেয়র গৌতম দেব , জেলা […]