Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Code : অ্যাপের মাধ্যমে কর্মীদের উপর ‘নজরদারি’পুলিশ কর্তাদের
উত্তরবঙ্গ ঘটনা

Code : অ্যাপের মাধ্যমে কর্মীদের উপর ‘নজরদারি’পুলিশ কর্তাদের

জলপাইগুড়ি , ১৯ সেপ্টেম্বর : পুলিস অ্যাপের মাধ্যমে এবার পুলিস কর্মীদের উপর ‘নজরদারি’ চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা । বাজার , শপিং মল , বাসস্ট্যান্ড , হাসপাতাল পার্ক সহ জলপাইগুড়ি শহরের ১৮৫ টি জায়গায় যেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছেন , সেখানে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা তা‌ অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে ।

এই প্রক্রিয়া সচল করতে জলপাইগুড়ি শহরের সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে । ওইসব এলাকায় পুলিশের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবেন পুলিশ কর্মীরা । সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিস কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি‌ মোবাইল বার্তা ।

নির্দিষ্ট ওই পুলিশ ভ্যানটি‌ কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা‌ জানতে বা‌ বুঝতে পারবেন জেলা পুলিশ কর্তারা।

জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান , জলপাইগুড়ি শহরের ১৮৫টি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version