শিলিগুড়ি , ১৬ অগাষ্ট : দোকান ঘরের মালিকানার দাবিতে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে | সেই মত সকাল থেকে বন্ধ দোকানপাট । ব্যবসায়ীদের দাবিকে সামনে রেখে আয়োজিত হয় একটি সুবিশাল মিছিল।
দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান ঘরের মালিকানার দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু এখনও তাদের দাবি মানা হয়নি। ফলে বুধবার তারা মার্কেটে ২৪ ঘন্টা বনধের ডাক দেয় । বনধকে সফল করতে বুধবার বিধান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিধান মার্কেটে এসে শেষ হয়। এই মিছিল থেকে দোকানঘরের মালিকানার দাবিকে জোরালো করা হয় |
অন্যদিকে , তাদের আন্দোলন নৈতিক সমর্থন পেল না মেয়রের | এভাবে ব্যবসা বন্ধ করে জনসাধারণের অসুবিধা করার পক্ষে নয় তিনি বলে জানান | গৌতম বাবু জানিয়েছেন , হুমকি দিয়ে কাজ হবে না | দরকার হলে সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করবে |
তবে আন্দোলনের শেষে এদিন এসজেডিএর পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে ফের বসার কথা জানান হয়েছে |