December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Food Street : ফুড স্ট্রিট চালু নিয়ে পুরনো ব্যবসায়ীদের সঙ্গে মত বিরোধ পুরনিগমের

শিলিগুড়ি , ৮ জুলাই : শিলিগুড়ির এস এফ রোডে ফুড স্ট্রিট পরিদর্শন করেন শহরের মেয়র গৌতম দেব | রাজ্যে ৪ টি ফুড স্ট্রিট তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । এই ৪ টি ফুড স্ট্রিটের জন্য ৪ কোটি টাকাও বরাদ্দ হয়েছে । এরমধ্যে ৩ টি ফুড স্ট্রিট তৈরি হচ্ছে কলকাতায় , আর চতুর্থটি হবে শিলিগুড়িতে । 

স্টেশন ফিডার রোড বা এস এফ রোড সেখানেই ফুড স্ট্রিটের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে পুরনিগমের তরফে । তবে পুরোনো ব্যবসায়ীদের সঙ্গে এখন ও সহমতে আসতে পারছে না পুরনিগমক ৷ নতুন বছরের শুরুতে এই ফুড স্ট্রিট চালু হওয়ার কথা থাকলেও একাধিক কারনে তা পিছিয়ে যাচ্ছে । অন্যতন কারন পুরোনো ব্যাবসায়ীরা ।

পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের অভিযোগের মুখে পড়তে হয় মেয়রকে আজ । ব্যবসায়ীদের দাবি , প্রায় চল্লিশ বছর ধরে যারা এখানে ব্যবসা করছেন তাদের কি হবে ৷ তাদের দোকান আটকে ফুড স্ট্রিট বসানোর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে ৷ সেখানেই তাদের আপত্তি ৷ একাধিক অভিযোগ জানান তারা মেয়রকে।

অন্যদিকে তাদের ব্যবসায়ীদের পুরনিগমে এসে যোগাযোগ করতে বলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *