January 17, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

North Bengal : এবার কি তবে তৃণমূলের টিকিট পাচ্ছেন স্বপ্না !

শিলিগুড়ি , ১৭ জানুয়ারি : এবার কি তবে মা মাটি মানুষের সঙ্গে যাচ্ছেন স্বপ্না বর্মন !

সোনার মেয়ে স্বপ্নাকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছিল অনেকদিন থেকেই ।
তাকে বিজেপি আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী করবে এমনও গুঞ্জন চলছিল ।

তবে সবকিছুতেই জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী ।

শুক্রবার শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে সোনার মেয়ের স্বপ্না বর্মনকে মঞ্চে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী।

অর্জুন সম্মান প্রাপক অ্যাথলিট স্বপ্না বর্মনকে মঞ্চে ডেকে সম্মান জানানোয় অনেকেই রাজনৈতিক ঝলক দেখছেন।

রাজ্য সরকারের আমন্ত্রণে স্বপ্নার মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও সংবর্ধনা গ্রহণ করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার শিলিগুড়ির চাঁদমনিতে মহাকাল মহা তীর্থের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ শেষ করে যখন শিলান্যাসের জন্য এগিয়ে যাচ্ছেন, তখন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কিছু বলেন মুখ্যমন্ত্রীকে।
একটু পরেই স্বপ্না বর্মনকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী । সোনার মেয়ে স্বপ্না এসে খাদা পড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন । দু’জনের মধ্যে মঞ্চে কিছুক্ষণ কথাবার্তা ও হয়। পাশেই দাঁড়িয়ে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বপ্না বর্মন মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর পরেই মুখ্যমন্ত্রী পাশেই দাঁড়িয়ে থাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছ থেকে শাল নিয়ে সোনার মেয়ের গলায় পরিয়ে দেন। এই ঘটনাই নানান জল্পনা কে উস্কে দিচ্ছে ।

স্বপ্না অবশ্য পরে সংবাদ মাধ্যমকে বলেন , মুখ্যমন্ত্রী আমাকে আশীর্বাদ করলেন , আরো ভালোভাবে সমাজের জন্য কাজ করার কথা বললেন। স্বপ্না বলেন আরো অনেক কথা হয়েছে , সেসব এখন বলছি না।
কি কথা স্বপ্না বলতে চাইলেন না , যাবতীয় জল্পনা এখন তা নিয়েই ।


মুখ্যমন্ত্রীর পাশে স্বপ্না , এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজবংশী কামতাপুরী মানুষের গর্ব অর্জুন স্বপ্না বর্মন তাহলে কি তৃণমূলে যাচ্ছেন ? সমাজ মাধ্যমের নেট পাড়ায় গুঞ্জন তাহলে কি এবার জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী হতে চলেছেন স্বপ্না বর্মন ? তবে আগামীতে কি হয় তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *