Khabar Samay Bangla Blog ঘটনা Train : ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন এনজেপি স্টেশন থেকে যাত্রা করবে ১৮ মে
ঘটনা

Train : ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন এনজেপি স্টেশন থেকে যাত্রা করবে ১৮ মে

শিলিগুড়ি , ৬ এপ্রিল : আগামী ১৮ মে আইআরসিটিসি এর তরফে উত্তর ভারত এবং অযোধ্যা দর্শনের জন্য ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনের যাত্রা চালু হতে চলেছে। একথা জানিয়েছেন আইআরসিটিসির আধিকারিক |

আগামী ১৮ মে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে । মালদা টাউন , রামপুরহাট , দুমকা , ভাগলপুর , জামালপুর , কিউল সহ পাটনা থেকে যাত্রীদের নিয়ে উত্তর ভারত এবং অযোধ্যা মন্দিরে যাবে ট্রেনটি । এরজন্য ৮ রাত এবং ৯ দিনের প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে ।

এই যাত্রায় দর্শনার্থীরা বৈষ্ণদেবী , হরিদ্বার , ঋষিকেশ , মথুরা , বৃন্দাবন , অযোধ্যা মন্দির দর্শন করতে পারবেন । এই সফরে তিনবেলা খাবার এবং যাত্রা চলাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা ও সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version