শিলিগুড়ি ,১০ ডিসেম্বর : পাহাড় সমতলে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে বৈঠক | মাধ্যমিক পরীক্ষায় পাহাড়ে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা । তাই নিয়ে চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ । এ বিষয়ে দ্রুত আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের ।
বুধবার শিলিগুড়িতে একথা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক সারেন । পাশাপাশি মঙ্গলবার তিনি পাহাড়েও প্রশাসনিক বৈঠক করেছেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , “পাহাড়ে ২০০ জন পরীক্ষার্থী কমেছে তবে সমতলে আবার সংখ্যা বেড়েছে ।
আবার পাহাড়ে ঠান্ডায় যে সকল কেন্দ্রে হিটারের প্রয়োজন হয় সেইসব স্কুলকে বলা হয়েছে আগে থ্রি ফেজ লাইন নেওয়ার জন্য। বাকি গত বছরের মত এবছরও সব ব্যবস্থা থাকছে । গত বছরও পাহাড় ও সমতলে শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে । এবছরও তাই হবে বলে আশাবাদী তিনি । কিন্তু পাহাড়ে পরীক্ষার্থী কমায় তা নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি |

