শিলিগুড়ি , ১১ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে চালু হওয়া ‘মানুষের কাছে চলো’ কর্মসূচির দ্বিতীয় দিনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল আজ । এই বৈঠকে একাধিক ওয়ার্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে সামগ্রিক মূল্যায়ন করা হয় কর্মসূচির অগ্রগতির।
মেয়র গোতম দেব এদিন প্রায় ১০ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন এবং ৩৩, ৫ ও ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন । নাগরিক সমস্যাগুলির সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনাও হয় ।
‘মানুষের কাছে চলো’ কর্মসূচির মাধ্যমে বাসিন্দারা তাদের এলাকার জলনিকাশি , রাস্তাঘাট , আলোর ব্যবস্থা , বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা সমস্যার কথা জানান। এই সমস্যাগুলির সমাধানে পুরনিগমের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে , তার অগ্রগতি খতিয়ে দেখা হয় আজকের পর্যালোচনা বৈঠকে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে , বেশিরভাগ ওয়ার্ডেই ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । তবে কিছু ওয়ার্ডে কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মেয়র।
এই কর্মসূচির লক্ষ্য , শহরের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার বাস্তব ছবি জানা এবং দ্রুততার সঙ্গে তার সমাধান করা ।