Khabar Samay Bangla Blog ঘটনা Corporation : বাজারে ছেয়েছে নকল পনিরে , কড়া ব্যবস্থা নেবে পুরনিগম
ঘটনা

Corporation : বাজারে ছেয়েছে নকল পনিরে , কড়া ব্যবস্থা নেবে পুরনিগম

শিলিগুড়ি , ৮ মে : বাজারে ছেয়েছে নকল পনির । টাফুকে পনিরের মর্যাদা দিয়ে গ্রাহককে বোকা বানাচ্ছে এক শ্রেনীর ব্যাবসায়ী । তবে এখন থেকে সেই বিষয় গুলির উপর নজরদারি চালাবে খাদ্য সুরক্ষা দপ্তর ।
এমনকি অধিক রাতের পানশালা ও শহরে থাকা চা বা পানের দোকানের উপরও নজরদারিও চালাবে এই দপ্তর । তার জন্য তৈরি হচ্ছে একটি কমিটি।
শুক্রবার পুরসভা কক্ষে অনুষ্ঠিত হয় খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান হয় ।

বৈঠকে মেয়র , ডেপুটি মেয়র , এনফোর্সমেন্ট দপ্তর সহ উপস্থিত ছিলেন দার্জিলি ও জলপাইগুড়ি জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ।
এদিনের বৈঠকের মধ্য দিয়েই উপস্থিত দপ্তরের সদস্যদের নিয়ে তৈরি হয় একটি বিশেষ কমিটি । তারাই এখন থেকে খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নজরদারি চালাবে ।
মেয়র গৌতম দেব জানান , শহরে বেশ কিছু পানশালাগুলোর অধিক রাত পর্যন্ত খুলে রাখার মতো একটা অভিযোগ আসছে দীর্ঘদিন ধরেই ।

সেই সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হবে । মেয়র জানান , যদি প্রশাসনের এই নির্দেশিকা না মানে তাহলে লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version