শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি । গত ২৫ তারিখ রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট বাজারে এক ব্যবসায়ী দোকান বন্ধ করে । বাড়ি যাওয়ার পথে তাকে আটক করে এবং তার কাছে থাকা নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । এরপরে খবর দেওয়া হয় পুলিশকে । সেই ব্যবসায়ীকে লিখিত অভিযোগ জানানোর জন্য বলা হয় ফাঁসিদেওয়া থানায় ।
ব্যবসায়ী দু’জনের নামে অভিযোগ জানান। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।
ধৃতরা হলেন মোঃ একরামুল চটহাট ধুমগড় এলাকার বাসিন্দা , অপরজন মহ: জহিরুল (45) চটহাট এলাকার বাসিন্দা । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে আদালতের কাছে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত তিন দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে ।