শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : হাতির দাঁত পাচারের আগে গ্রেপ্তার দুই | গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাতির দাঁত সহ দু’জনকে গ্রেপ্তার করলো বনদপ্তর ।
নেপাল থেকে শিলিগুড়ি অভিমুখী একটি বিশালবহুল চার চাকা করে এই হাতির দাঁত পাচার করার চেষ্টা হচ্ছিল । গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই ঘোষপুকুর বনদপ্তরে আধিকারিক সহ বেশ কয়েকজন কর্মী আগে থেকেই বাগডোগরা বিহার মোড় এলাকায় ওত পেতে বসেছিল ।
গাড়িটি আটক করে তল্লাশি করতেই গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগ থেকে সেই হাতির দাঁত উদ্ধার হয় । গাড়িতে থাকা দুই জনকে জিজ্ঞাসাবাদ করলে বৈধ নথি তারা দেখাতে পারিনি । দু’জনকে গ্রেপ্তার করা হয় ।
হাতির দাঁতটি লম্বায় প্রায় এক ফুট । ওজনে প্রায় এক কেজি । যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ।
ধৃতরা হল গনেশ বাসফোর (21) নেপাল বাসিন্দা , কমল আগরওয়াল (50) শিলিগুড়ি খালপাড়া বাসিন্দা ।
সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে । তবে এই হাতির দাঁত পাচারের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তরের আধিকারিকরা ।

