November 21, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : পশু পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী , গ্রেপ্তার ৬

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : গবাদি পশু পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । পণ্যবাহী ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশুগুলিকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গবাদি পশু বোঝাই কন্টেনারটিকে আটক করল বিএসএফ ।

নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহন করতে হয় কেবলমাত্র লাইভ স্টক পারমিটের যানবাহনেই । পাশাপাশি গবাদি পশুর চিকিৎসার নথি থেকে শুরু করে চিকিৎসক এবং পর্যাপ্ত খাবার ও জল রাখতে হয় ওই লাইভ স্টক পারমিটের গাড়িতে। কিন্তু সমস্ত নিয়মকে তোয়াক্কা না করেই একটি পণ্যবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু । সূত্রের খবর উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলা হয়ে শিলিগুড়ির ফুলবাড়ি হয়ে ওই পণ্যবাহী গবাদি পশু বোঝাই গাড়িটি যাচ্ছিল জলপাইগুড়ির দিকে ।

গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় বিএসএফ। ফুলবাড়ীর টোল ট্যাক্সের কাছে চলে এই অভিযান। আটক করা হয় ওই ট্রাকটি , উদ্ধার করা হয় ৫৪টি গবাদি পশু। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে ।

নিয়ম মেনে গবাদি পশু বোঝাই ট্রাক , গবাদি পশু এবং অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা ১০ জন অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *