October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Congress : বিপন্ন সংবিধান , দায়ী কেন্দ্র ও রাজ্য : শংকর মালাকার

শিলিগুড়ি , ৯ অগাষ্ট : বিপন্ন সংবিধান । এই প্রশ্নে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে ধরে রাজপথে নামল দার্জিলিং জেলা কংগ্রেস কর্তৃপক্ষ । তাদের কথায় , দেশও বিপন্ন । গনতন্ত্রের চারটি স্তম্ভই বিপন্ন । তবে শুধু কেন্দ্র নয় , এরজন্য রাজ্যের শাসকদলকেও কাঠগড়ায় দাঁড় করাল কংগ্রেস ।

বুধবার শহর শিলিগুড়ির হাসমিচক এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয় বিধান ভবনের সামনে রীতিমতো মঞ্চ বেঁধে সংবিধান বাঁচাও দিবস পালন জেলা কংগ্রেসের । সংগঠনের জেলা সভাপতি শংকর মালাকারের উপস্থিতিতে চলে সত্যাগ্রহ অবস্থান কর্মসূচি । শংকর মালাকার জানান , গনতন্ত্র ধ্বংসের নেপথ্যে রাজ্য এবং কেন্দ্রর দুই সরকারই দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *