শিলিগুড়ি , ২৪ জুন : শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মোকাবিলায় বিধায়ক তহবিল থেকে অর্থ ব্যয় করে বহুতল পার্কিং তৈরি করতে চান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । বিধায়ক তহবিলের বরাদ্দ টাকা শিলিগুড়ি পুরনিগমের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
সোমবার এমনটাই জানিয়েছেন বিধায়ক শংকর ঘোষ । তিনি জানিয়েছেন , বিধায়ক তহবিল থেকে তিনি যে অর্থ ইতিমধ্যে খরচ করে ফেলেছেন তা বাদে বাকি সমস্ত অর্থ পুরনিগমকে দেওয়া হবে এবং তা দিয়েই শিলিগুড়িতে বহুতল পার্কিং যাতে তৈরি করা হয় তা নিয়ে মেয়রের সঙ্গেও তিনি আলোচনা করবেন ।
তিনি বলেন মেয়র শিলিগুড়ির বাইরে থাকায় তার সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করা যায়নি | তবে আগামী সপ্তাহে তিনি ফেরত আসার পরেই লিখিতভাবে এই বিষয়টি জানাবেন বিধায়ক।