শিলিগুড়ি , ১১ জুলাই : নাবালিকার সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক । ধৃত নির্যাতিতার দূর সম্পর্কের মামা বলে জানা গিয়েছে ।
ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৭ জুন নাবালিকার পরিবারের লোকেরা অন্যান্য দিনের মতো কাজে বেরিয়ে যান | এই সুযোগে ওই অভিযুক্ত তরুণ মেয়েটিকে ডেকে তার বাড়িতে নিয়ে যায় ।
অভিযোগ সেখানেই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় । সেখান থেকে কোন রকমে নাবালিকা বাড়ি ফেরে। এরপর তার আচরণ পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের লোকজন। অবশেষে নির্যাতিতা সব কথা তার পরিবারের লোকজনকে খুলে বলে ।
পরিবারের তরফ থেকে আশিঘর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয় । তদন্ত নেমে আশিঘর আউটপোস্টের পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে । ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।