শিলিগুড়ি , ২ মার্চ : আদালত চত্বরের ভেতরে নেশাগ্রস্ত যুবকের তাণ্ডব সাময়িক উত্তেজনা ।
আজ সকাল থেকেই শিলিগুড়ি মহকুমা আদালত চত্বরে উত্তেজনা । সকালবেলা হঠাৎ করে এক যুবককে দেখা যায় আদালত চত্বর থেকে দৌড়ে পালাতে । কিছুক্ষণের মধ্যেই আদালত চত্বরে গুজব ছড়িয়ে পড়ে আসামি পালিয়েছে । কিছুক্ষণ পরেই সেই যুবককে আবার কোর্ট চত্বরে দেখা যায় এক মহিলার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে থাকতে । তারপর সেখান থেকে দৌড়ে পালায় সেই যুবক ।
কিছুক্ষণ পর ফের সেই যুবককে আদালত চত্বরে দেখা গেলে এবার সেই যুবককে ধরে বসে আদালত চত্বরের ভেতরে থাকা দোকানদাররা । ডাকা হয় কোর্ট পুলিশকে । সেই যুবক নেশাগ্রস্ত অবস্থায় এই সমস্ত কান্ড ঘটাচ্ছে । কোর্ট পুলিশের পক্ষ থেকে সেই যুবককে লাস্ট ওয়ার্নিং দিয়ে আদালত চত্বর থেকে বের করে দেওয়া হয় । কিন্তু আদালত চত্বরের ভেতরে নেশাগ্রস্ত অবস্থায় কিভাবে ঢুকে পড়ল এই যুবক ? প্রশ্ন ওঠা শুরু করেছে শিলিগুড়ি মহকুমা আদালতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ।
এ বিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন আদালতে সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে । এই বিষয় নিয়ে জেলা বিচারপতির সাথেও বার অ্যাসোসিয়েশনের একাধিকবার মিটিং হয়েছে । মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হলেও সে সিদ্ধান্তকে ফলপ্রসু করতে আর দেখা যায়নি । জেলা বিচারপতির পক্ষ থেকে এই এলাকার পুলিশ থানাকেও জানানো হয়েছিল কোর্টের সুরক্ষা ব্যবস্থার জন্য কমপক্ষে একটি যেন পেট্রোলিং ভ্যান সবসময় আদালত চত্বরে উপস্থিত থাকে ।
কিন্তু তারপরেও পুলিশের পক্ষ থেকে সেরকম কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ তুলেছে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ।