April 28, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Demand : পাওনা টাকার দাবিতে অবরোধ

শিলিগুড়ি , ২৮ এপ্রিল : বকেয়া বিল মেটানোর দাবিতে জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়ক অবরোধ রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের । প্ল্যাকার্ড হাতে ঠিকাদারদের ৩১ ডি জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন । আন্দোলনকারীদের অভিযোগ , গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল পাচ্ছেন না তারা । সে কারণে রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন তারা ।

রাস্তা অবরোধকারী ঠিকাদারদের দাবি , ১০০ দিনের কাজে ইট , বালি ,পাথর সরবরাহ করেছেন তাদের অনেকে । অথচ কোটি কোটি টাকা বিল বকেয়া পড়ে রয়েছে ।
অভিযোগ , MGNREGA প্রকল্পে জলপাইগুড়ি জেলায় রাস্তা , ড্রেন প্রভৃতি কাজের জন্য ১০০ কোটির বেশি টাকার ইট , বালি ,পাথর সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিলেন জেলার ৫ শতাধিক ভেন্ডার ।

৩ বছর ধরে ওই টাকা বকেয়া । অবিলম্বে টাকা প্রদান করতে হবে , এই দাবিতে জাতীয় সড়ক অবরোধ । পরে অবশ্য প্রশাসনের তরফে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *