January 24, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Injured : স্কুল বাসের ধাক্কা স্কুটিতে , আহত ২

শিলিগুড়ি , ২৪ জানুয়ারী : সড়ক দুর্ঘটনা শিলিগুড়ির স্বামীজি মোড় এলাকায় । স্কুটিতে নিজের সন্তানকে নিয়ে স্বামীজি মোড় দিয়ে যাচ্ছিলেন অর্জুন হেলা নামে ১৪ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তির বাসিন্দা। সেই সময় অপর পাশ থেকে আসছিল একটি বেসরকারি স্কুল বাস । আচমকা সামনে স্কুটি দেখে টাল সামলাতে না পেরে ওই স্কুটিতে ধাক্কা মেরে দেয় স্কুল বাস চালক ।

ঘটনায় গুরুতর আহত অর্জুন হেলা ও তার সন্তান। যদিও স্থানীয়দের অভিযোগ , বেপরোয়া ভাবে বাস চালাচ্ছিল চালক । সেই কারণেই এই দুর্ঘটনা । ঘটনার পরেই খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ফাঁড়ির পুলিশকে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে স্কুল বাস ও বাসচালককে আটক করে পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *