শিলিগুড়ি , ২৯ জুলাই : ফের দুর্ঘটনা | নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’নম্বর গেটের সামনে উল্টে গেল যাত্রী বোঝাই বাস । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , পানিট্যাংকির একটি বাস শিলিগুড়ির দিকে যাবার সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে এসে পৌঁছলে সেখানে থাকা ট্রাফিক সিগন্যাল লাল হয়ে যাওয়ায় সামনের গাড়িগুলি দাঁড়িয়ে পড়লেও বাসটি দ্রুত গতিতে থাকায় পরপর দু’বার ব্রেক কষেও দাঁড়াতে পারেনি |
অবশেষে জাতীয় সড়কের ধারেই উল্টে যায় যাত্রীবাহী বাসটি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মী এবং দমকলের একটি ইঞ্জিন । জানা গেছে বাসের ভেতর আনুমানিক ২৫ জনের মতো যাত্রী ছিল । ঘটনার জেরে বাসে থাকা যাত্রীরা সামান্য চোট পেয়েছেন | চালক , সহ চালক সকলেই সুস্থ রয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে |