June 28, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

North Bengal : উত্তরবঙ্গের সংগঠনের দায়িত্ব পেয়ে শিলিগুড়িতে ফিরহাদ হাকিম

শিলিগুড়ি , ১২ জুন : উত্তরবঙ্গের সংগঠনের দায়িত্ব পেয়েই শিলিগুড়িতে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের খারাপ ফলাফলের কারন কি তা এখনও আলোচনার মধ্যে ।

দলীয় সূত্রে খবর , উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । রবিবার কলকাতা থেকে সস্ত্রীক আলিপুরদুয়ার পৌঁছান ফিরহাদ হাকিম । সেখানে দু’দিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির শহর সংলগ্ন একটি বেসরকারি হোটেলে পৌঁছান তিনি। সেখানেই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে করেন তিনি ।

এই বৈঠকে উপস্থিত ছিলেন , দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি (সমতল) পাপিয়া ঘোষ সহ , পুরনিগনের চেয়ারম্যান , মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদ ও তৃণমূলের কর্মী সংগঠনের নেতারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *