শিলিগুড়ি , ১০ অক্টোবর : ঋণের প্রলোভন দেখিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে । এই ঘটনাটি চলতি বছরের এপ্রিলে ঘটে বলে জানা গেছে ।
ভুক্তভোগী অভিযুক্ত সাগর মণ্ডলের কাছ থেকে ঋণের জন্য সাহায্য চেয়েছিলেন । অভিযুক্ত সাগর মণ্ডল একটি বেসরকারি কোম্পানির ঋণ বিভাগে কাজ করতেন।
এর সুযোগ নিয়ে , তিনি মহিলার আস্থা অর্জন করেন এবং তাকে যে কোনও ঋণের পরিমাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এই অজুহাতে, অভিযুক্ত মহিলাকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়, যেখানে সে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।
শুধু তাই নয়, ঘটনার পর অভিযুক্ত মহিলাকে হুমকি দেয় যে, যদি সে এই কথা কাউকে বলে,ভবিষ্যতে সে কোথাও থেকে ঋণ পাবে না।
সাহস দেখিয়ে নির্যাতিতা প্রথমে তার পরিবারকে ঘটনাটি জানান এবং তারপর অভিযুক্ত সাগর মণ্ডলের বিরুদ্ধে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর থেকে মহিলা থানার পুলিশ অভিযুক্তের খোঁজ করতে শুরু করে । অবশেষে গতকাল পুলিশ অভিযুক্ত সাগর মণ্ডলকে গ্রেপ্তার করে।
অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর আজ তাকে শিলিগুড়ি আদালতে হাজির করা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে , বিস্তারে তদন্ত চলছে ।