Khabar Samay Bangla Blog অপরাধ Fraud : গাড়ি কেনার নাম করে জালিয়াতি , গ্রেপ্তার চার অভিযুক্ত
অপরাধ

Fraud : গাড়ি কেনার নাম করে জালিয়াতি , গ্রেপ্তার চার অভিযুক্ত

শিলিগুড়ি , ১০ অক্টোবর : গাড়ি কেনার নাম করে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসলো এবার । দেবীডাঙ্গার বাসিন্দা বলে দাবি করা এক যুবক গাড়ির চুক্তি করার পর পালিয়ে যায় ।

দার্জিলিং-এর বাসিন্দা আইজ্যাক সুব্বার সঙ্গে দেবীডাঙ্গার বাসিন্দা অরিজিৎ সিং নামে এক ব্যক্তির দেখা হয়েছিল । দু’জনের মধ্যে একটি গাড়ি নিয়ে চুক্তি হয়েছিল , যেখানে শর্ত ছিল যে অরিজিৎ বকেয়া গাড়ি ঋণ কিস্তিতে পরিশোধ করবে ।
চুক্তি অনুযায়ী , ৩০ মার্চ অরিজিৎ গাড়িটি দখলে নেয় | কিন্তু তারপর থেকে আইজ্যাকের সঙ্গে সে আর কোনও যোগাযোগ করেনি ।
কিস্তি ও পরিশোধ করেনি | ফোনেও কোনও যোগাযোগ করেনি অভিযুক্ত । অবশেষে , ১ অক্টোবর , আইজ্যাক প্রধান নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন দেবীডাঙ্গায় তদন্ত করে , তখন এক চাঞ্চল্যকর বিষয় সামনে আসে অরিজিৎ সিং নামে কোনও ব্যক্তি সেখানে থাকত না ।
চুক্তিপত্রে দেওয়া মোবাইল নম্বরের মাধ্যমে পুলিশ আরও তদন্ত করলে জানা যায় , অভিযুক্তের আসল নাম নন্দন ঘোষ এবং তিনি মালবাজারের সাউথ কলোনির বাসিন্দা ।


পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ৩ অক্টোবর মালবাজার থেকে নন্দন ঘোষকে গ্রেপ্তার করে । জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে সে গাড়িটি মেখলিগঞ্জের তিন জনের কাছে বিক্রি করেছিল ।
এরপর ৬ অক্টোবর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে । তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বুধবার রাতে মেটেলির শালবাড়ি মোড় এলাকা থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে ।
পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার চার অভিযুক্তকেই শিলিগুড়ি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে ।

পুলিশ জানিয়েছে , মামলার আরও তদন্ত চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version