শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : মাটিগাড়া থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশের এসটিএফ এর গাড়ির চালক জিত ঠাকুর । বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মঙ্গলবার ওই মহিলা একটি লিখিত অভিযোগ দায়ের করেন , তার ভিত্তিতেই অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , দু’ বছর আগে জিত ঠাকুরের সঙ্গে পরিচয় হয় ওই মহিলার । অভিযোগ , চলতি বছরের ২১ অক্টোবর মহিলার বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে অভিযুক্ত । ঘটনার পর মানসিক আঘাতে কিছুদিন অভিযোগ করতে পারেননি বলে দাবি করেন তিনি ।
অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং সূত্র ধরে অভিযুক্তকে তার মাটিগাড়ার বাড়ি থেকেই গ্রেপ্তার করে । বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।
