Khabar Samay Bangla Blog ঘটনা Police : পিকনিক স্পটে পুলিশ !
ঘটনা

Police : পিকনিক স্পটে পুলিশ !

জলপাইগুড়ি , ২ জানুয়ারি : গাজোলডোবায় পিকনিক করতে আসা দলে হাজির হল পুলিশ । ফলে সুরা প্রেমীদের মাথায় হাত ।
বৃহস্পতিবার বছরের প্রথম দিনে অনেকে আশা করে পিকনিকে গিয়েছিলেন গাজোলডোবার তিস্তা নদীর পাড়ে । কিন্তু হঠাৎ পুলিশের অভিযান শুরু হয় । তাতেই সুরা প্রেমীরা পড়ে যান বিপদে ।

মদের আসরে পুলিশের অভিযান হতেই অনেকে লুকিয়ে রাখলেন জঙ্গলে কেউ বা গাড়িতে | কিন্তু তাতেও রক্ষা হয়নি চোখের সামনেই নষ্ট করে দেওয়া হয় মদ ।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে প্রতিবছর গাজোলডোবায় পরিবার নিয়ে ঘুরতে আসেন অসংখ্য মানুষ ফলে দুর্ঘটনা হয় , এবার যাতে না হয় তার জন্যই এই বিশেষ অভিযান | গতকাল এই অভিযানটি করে ভোরের আলো থানার গাজোলডোবার পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা ।

তবে পুলিশের এমন উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version