Khabar Samay Bangla Blog অপরাধ Crime : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা !
অপরাধ

Crime : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা !

শিলিগুড়ি , ২৭ জুলাই : নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা | অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হয় আজ |

স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পুনরায় এক ব্যক্তিকে বিয়ে করেন এনজেপি থানা এলাকার এক মহিলা। আগের পক্ষের ১৩ বছরের মেয়েকে নিয়ে নতুন স্বামীর সঙ্গে সংসার বাঁধেন তিনি । কিছুদিন আগে কর্মসূত্রে শিলিগুড়ির বাইরে যান সেই মহিলা । বাড়িতে মেয়ে ও তার সৎ বাবা ছিলেন।

ফাঁকা বাড়ি থাকার সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণ করে সৎ বাবা। বিষয়টি নিজের দাদু-দিদিমাকে জানায় ওই নাবালিকা । বিষয়টি জানতে পেরে নাবালিকার দাদু দিদিমা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে দ্রুত নাবালিকার সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতকে আজ আদালতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version