Khabar Samay Bangla Blog ঘটনা Accident : সড়ক দুর্ঘটনায় মৃত দুই , আহত এক
ঘটনা

Accident : সড়ক দুর্ঘটনায় মৃত দুই , আহত এক

শিলিগুড়ি , ২৮ জুলাই : শিলিগুড়ির বাগডোগরায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের । দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজন ।

গতকাল রাত তিনটে নাগাদ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বাগডোগরা কাছে । শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর থেকে মোটরবাইকে করে তাইপুতে বাড়ি ফিরছিলেন তিন যুবক ।
একটি মোটর বাইকে ছিলেন তিনজন ।

জানা গিয়েছে শিলিগুড়ি কলকাতা ৩১ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে ছোটা তাদের বাইকটি একটি চারচাকা গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের | গুরুতর জখম হন আরও একজন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগডোগরা থানার পুলিশ ।

ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন | অপর একজন গুরুতর জখম অবস্থায় মেডিকেল কলেজে চিকিৎসাধীন । মৃতদের আজ ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্তে বাগডোগরা থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version