April 25, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : জাতীয় সড়কের ডিভাইডারের উপর লোহার ইস্পাত বোঝাই লরি

শিলিগুড়ি , ২৫ এপ্রিল : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থানার সামনে সড়ক দুর্ঘটনা । কলকাতা শিলিগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু কিছু জায়গায় মেরামতের কাজ শুরু করেছে ৩১ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ । বিধাননগর থানার সামনে সড়ক মেরামতের জন্য ব্যারিকেড দিয়ে চিহ্নিত করা হয় | তবে শিলিগুড়ি দিকে আসা একটি লোহার ইস্পাত বোঝাই লরি রাস্তার উপর থাকা ব্যারিকেড বুঝতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের উপর উঠে যায় |

যার জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । গাড়ির ভেতরে থাকা ইস্পাতের বান্ডিল লরি থেকে বেরিয়ে এসে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে । ঘটনা দেখতে স্থানীয়রা এসে গাড়ির ভেতরে আটকে পড়া গাড়ির চালক ও সহকারী চালককে জখম অবস্থায় উদ্ধার করে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় |

সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । রাস্তার উপরে উল্টে যাওয়া গাড়িটিকে সোজা করে যান চলাচল স্বাভাবিক করা হয় । তদন্তে ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *