June 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Ramkrishna Mission : পুনরায় আশ্রমের “পজেসন” নিল রামকৃষ্ণ মিশন

শিলিগুড়ি , ২৩ মে : ঘটনার চার দিন পর নিজেদের জমি ফিরে পেলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ।

বৃহস্পতিবার দুপুরে ভক্তিনগর থানার পুলিশ চার থেকে পাঁচ জন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়ে ‘সেবক হাউজের’ গেট খুলে ভেতরে প্রবেশ করে । ভেতরের পরিস্থিতি তারা খতিয়ে দেখেন।

সূত্রের খবর , পুনরায় আশ্রমের “পজেসন ” নিলেন তারা । এখানেই থাকবেন সন্ন্যাসীরা । নতুন করে কাজকর্ম শুরু হবে ৷ তবে পুলিশি নিরাপত্তা থাকবে আরও আগামী কয়েকদিন । সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মিশনের সুরক্ষার্থে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *