November 24, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Bagdogra : শোভাযাত্রার আয়োজন বুদ্ধ অনুরাগীদের

শিলিগুড়ি , ৫ মে : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন বাগডোগরা দারাগাওয়ের বুদ্ধ মন্দির থেকে এক শোভাযাত্রার আয়োজন করে বুদ্ধ অনুরাগীরা । এদিন শোভাযাত্রাটির আপার বাগডোগরা পানিঘাটা মোড় সংলগ্ন দারাগাও এর বুদ্ধ মন্দির থেকে বের হয় । ১৯৭৩ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল | সেই অর্থে এদিন ৫০ তম বর্ষ পালন করছে মন্দির কমিটি ।

শোভাযাত্রায় সকল বয়সের বৌদ্ধ ধর্মালম্বীরা অংশগ্রহণ করেছিল । চিরাচরিত প্রথায় বৌদ্ধদের বাদ্য যন্ত্র সহ মাথায় পবিত্র ত্রিপিটক বহন করতে দেখা যায়। পালকিতে সুসজ্জিতভাবে গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে পরিক্রমা করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

এদিনের শোভাযাত্রায় লামাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় । বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল ধর্ম ও বর্ণের মানুষদের উদ্দেশ্যে বুদ্ধমন্দির কমিটির সভাপতি আকাশ লামা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন । তিনি জানান আজকের দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের দিনেই তিনি বুদ্ধত্ব প্রাপ্তি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *