Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Airport : বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ পরিদর্শনে সাংসদ
উত্তরবঙ্গ ঘটনা

Airport : বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ পরিদর্শনে সাংসদ

শিলিগুড়ি , ১১ জানুয়ারী : প্রায় ৩০ মাসের কাজের লক্ষ্যমাত্রা নিয়ে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু হয়েছে । কাজের অগ্রগতির খোঁজ নিতে বাগডোগরা বিমানবন্দরের আধিকারিক ও নতুন টার্মিনালের কাজে নিযুক্ত এজেন্সির সঙ্গে বৈঠক করলেন সাংসদ রাজু বিস্তা ।

এদিন বৈঠকের পর কেমন কাজ চলছে তা পরিদর্শন করেন তিনি । সাংসদ জানান , ইতিমধ্যে নতুন টার্মিনাল ভবন ও মাল্টি লেভেল গাড়ি পার্কিং কাজ শুরু হয়েছে । অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা কাজ করছেন । ১০ শতাংশ কাজ হয়েছে | ২০২৭ সালে মার্চ মাসে এই নতুন টার্মিনালের কাজ শেষ করে মানুষের জন্য খুলে দেওয়া হবে ।

এরজেরে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মানুষরা উপকৃত হবেন । তাদের যা মাইলস্টোন রয়েছে তা সঠিক সময়ে অর্জন করতে পারবেন বলে মত প্রকাশ করেন বিমানবন্দরের নির্দেশক মহম্মদ আরিফ । ১৫২৮ কোটি টাকা অর্থানুকূল্যে নতুন টার্মিনালে কাজ অগাস্ট মাস থেকে শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version