শিলিগুড়ি , ১৪ মার্চ : আবহাওয়ার আগাম পূর্বাভাস অনুযায়ী উত্তরের পাহাড়ি এলাকায় প্রবল শিলাবৃষ্টি শুরু হয়েছে আজ বিকাল থেকে । বুধবার বিকেল থেকেই দার্জিলিং , কার্শিয়াং , বিজনবাড়ি এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়।
সাদা শিলায় ঢেকে যায় পাহাড়ের রাস্তাঘাট । পাহাড়ে থাকা পর্যটকদের শিলাবৃষ্টি উপভোগ করতে দেখা গিয়েছে । এদিন শিলিগুড়িতে ও হালকা বৃষ্টি হয় । বৃহস্পতিবারও পাহাড় জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ।
পাহাড়ে এদিন শিলাবৃষ্টির জেরে কিছু সময়ের জন্য বন্ধ থাকে যানবাহন চলাচল । বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটা নেমেছে এদিন উত্তরে ।