কোচবিহার , ১৮ ডিসেম্বর : রাজ্য জুড়ে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এবং নেতাদের নামে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিজেপি সেই সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম থাকায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান , প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি । কিন্তু সেই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামানিকের নাম রয়েছে । সকলেই জানে নিশীথ প্রামাণিকের বিলাস বহুল বাড়ি রয়েছে । তারপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে । ছয় বছর আগে এই ঘরের সমীক্ষা হয়েছে ।
সেই সময় অনেকের পাকা ঘর ছিল না। এই ছয় বছরে অনেকে পাকা ঘর তৈরি করেছে । কিন্তু ঘরের তালিকায় তাদের নাম এসেছে । তা দিয়ে বিজেপি রাজনীতি করছে । নিশীথ প্রামাণিক এর বাবার নামে ঘর এসেছে এবার বিজেপি এটা নিয়ে রাস্তায় নামুক ।
যদিও বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস নিজেদের দুর্নীতি ঢাকতে ইচ্ছাকৃতভাবে নিশীথ প্রামাণিক এর বাবার নাম এই লিস্টে ঢুকিয়েছে ।