শিলিগুড়ি , ২৬  নভেম্বর  :   ১৪ টি কুকুর ছানার মৃত্যুর খবরে চাঞ্চল্য শহরে | অভিযোগ বিষ প্রয়োগ করে মারা হয়েছে কুকুরের ১৪ টি ছানাকে 
  ঘটনাটি শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তি সংলগ্ন এলাকার । ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সহ শহরের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।
প্রতিদিনের মোত গতকাল রাতে কুকুর ছানাদের খাবার দিতে পৌঁছান স্থানীয় এক যুবক। তবে কুকুর ছানাদের যথাস্থানে না দেখতে পেয়ে আশেপাশে খোঁজ শুরু করেন তিনি । এরপর নজরে আসে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে কুকুর ছানাগুলি । ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠন এবং শিলিগুড়ি থানার পুলিশকে ।
পশুপ্রেমী সংগঠন ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় । ড্রেন থেকে উদ্ধার করা হয় ১০টি কুকুর ছানার মৃতদেহ । তবে আরও ৪ টি কুকুর ছানা এখনও নিখোঁজ রয়েছে । উদ্ধার হওয়া কুকুর ছানাগুলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পশু হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

 
					
 
																		 
																		 
																		 
																		 
																		