শিলিগুড়ি ও জলপাইগুড়ি , ৪ মার্চ : জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি । শুক্রবার এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ ( সমতল )।
এদিন শিলিগুড়ির হাসপাতাল মোড়ে জমায়েত হয়ে এক মিছিলের মধ্য দিয়ে শিলিগুড়ি সফদর হাসমিচকে এসে পৌঁছায় দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । পরে সফদর হাসমিচকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে তারা।
তাদের দাবি অবিলম্বে যদি ওষুধের দাম না কমানো হয় তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল ছাত্র পরিষদ।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্ত , জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে মানুষ মারার প্রচেষ্টার অভিযোগ তুলে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন কর্মসূচী নেওয়া হয় ।