জলপাইগুড়ি , ২৭ মার্চ : জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেতা সৈকত আলীর মৃত্যুর ঘটনায় ফুলবাড়ী মহারাজা হাসপাতাল ভাঙচুর চালালো আত্মীয় পরিজনরা ।
গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে | গতকাল তার মৃত্যু হয় | তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ রাতে ভিড় করেন হাসপাতালে | তারপরেই চলে ভাঙচুর |
খবর পেয়ে আসে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী , পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । সৈকত আলী দীর্ঘদিন ধরে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের তিন বারের পঞ্চায়েত সদস্য ও বিরোধী দলনেতা হিসেবে বেশ পরিচিত ছিলেন ।
রাত থেকে সকাল পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে নার্সিংহোমের সামনে |
আজ এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মেয়র গৌতম দেব |
মৃতের পরিবারের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয় | হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মৃতের পরিবার নিন্দা প্রকাশ করেন |
অন্যদিকে গৌতম বাবু সৈকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেন | পাশাপাশি এ ও জানান , মহারাজা হাসপাতাল ওই এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবা দিচ্ছে | হাসপাতালের দেখভালের দ্বায়িত্ব ওই এলাকার মানুষেরই | তিনি মৃতের পরিবারের পাশে রয়েছেন | নিয়ম আচার মেনে মৃতের শেষকৃত্য সম্পন্ন হবে আজ |