Khabar Samay Bangla Blog রাজনীতি BJP : মহকুমা পরিষদ দুর্নীতির আতুরঘর : বিজেপি
রাজনীতি

BJP : মহকুমা পরিষদ দুর্নীতির আতুরঘর : বিজেপি

শিলিগুড়ি , ৪ অগাষ্ট : তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদকে দুর্নীতির আতুরঘর বলে কটাক্ষ করল বিজেপি । অভিযোগ , মহকুমা পরিষদকে কার্যত পার্টি অফিসে পরিণত করেছে শাসক দল । কোনো স্তরেই বিরোধীদের মতামত গুরুত্ব পাচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও ।

তিনি জানান , পরিষদের বৈঠক ডাকার সময় বিকেল ৪ টা বলা হলেও , তিনি পৌঁছনোর আগেই দুপুর ২ টোর সময় বৈঠক সম্পন্ন করে ফেলা হয় । তার অভিযোগ , তিনি জনজাতি সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাকে অবজ্ঞা করা হচ্ছে ।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিংপুলের সামনে থেকে মিছিল শুরু হয়ে মহকুমা পরিষদ কার্যালয় পর্যন্ত যায় । কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা ।

পুলিশি বাধার মুখে পড়লেও বিজেপির একটি প্রতিনিধি দল মহকুমা পরিষদে গিয়ে স্মারকলিপি জমা দেয় ।

অজয় ওঁরাও বলেন , ন্যায়ের দাবিতে তারা লড়ছেন । জনজাতি প্রতিনিধি বলেই বারবার উপেক্ষিত হচ্ছেন তারা । এর বিরুদ্ধে গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version