January 4, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

School : ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে চরম উত্তেজনা স্কুল চত্বরে

শিলিগুড়ি , ৩ জানুয়ারি :  ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল স্কুল চত্বর । আজ শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রীরা ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন । অভিযোগ,সরকারি নির্দেশ অনুযায়ী ভর্তির ফরমের নির্ধারিত মূল্য ২৪০ টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে ।

এই অভিযোগকে কেন্দ্র করেই শনিবার সকাল থেকে শক্তিগড় গার্লস স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে , যা সম্পূর্ণ অনৈতিক এবং নিয়ম বিরুদ্ধ ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)-এর সদস্যরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন । সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনও সদুত্তর মেলেনি । তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।প্রশাসনের নজরদারির দিকেই এখন তাকিয়ে অভিভাবক ও ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *