শিলিগুড়ি , ৭ অক্টোবর : দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে নাগরাকাটা আক্রান্ত হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ । অন্যদিকে ফুলবাড়ী অঞ্চলেও নিগৃহীত হন বিধায়িক শিখা চ্যাটার্জি ।
সমস্ত ঘটনা পুলিশের সামনে হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে এমনই অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবি জানিয়ে ডাবগ্রাম ফুলবাড়ী মন্ডল ১ এর বিজেপির পক্ষ থেকে এনজেপি থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয় । পাশাপাশি পথ অবরোধও করে আন্দোলনকারীরা ।
পরবর্তীতে পুলিশি মধ্যস্থতায় আন্দোলন থেকে পিছু হটে আন্দোলনকারীরা।
ডাবগ্রাম ফুলবাড়ী মন্ডল ১ এর সভাপতি রাহুল বর্মন জানান , পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে | সেই কারণে সমস্ত কিছুই পুলিশের সামনে ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে । তিনি জানান বিজেপিকে ভয় পেয়ে এমন কর্মকাণ্ড করছে রাজ্যের শাসক দল ।