July 4, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Rally : শ্রমজীবী মানুষদের দাবি নিয়ে মিছিল

শিলিগুড়ি , ৪ জুলাই : সারা ভারত জুড়ে শ্রমজীবী মানুষ একযোগে বনধের ডাক দিয়েছে । আন্দোলনের মূল বার্তা , “আমাদের ঘাম, আমাদের শ্রমের মূল্য চাই।”

বনধের সমর্থনে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। বিভিন্ন সেক্টরের শ্রমিকরা এতে যোগ দেন এবং মিছিল গিয়ে শেষ হয় শহরের ভেনাস মোড় এলাকায় | যেখান থেকে COMCদপ্তরের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা।

তাদের দাবি , মাসে মাত্র ৫২৫০ টাকায় চলা সম্ভব নয়। অতিরিক্ত কাজের জন্য কোনও বাড়তি অর্থ নেই। শ্রমিকদের মর্যাদা এবং ন্যায্য সম্মান অস্বীকার করা হচ্ছে ।

একজন বিক্ষোভকারীর কথা য়, “কোটি কোটি টাকার কাজ তাদের দিয়ে করানো হচ্ছে | অথচ তাদের জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোর মতো বেতনও দিচ্ছে না সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *