শিলিগুড়ি , ১ নভেম্বর : শিলিগুড়ির চম্পাসারিতে এক সিটি অটো চালককে মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আন্দোলনে শামিল হলেন শিলিগুড়ি শহরের সিটি অটো চালকরা।
বুধবার সকালে চম্পাসারিতে এক সিটি অটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই শহরের বিভিন্ন রুটে সিটি অটো চলাচল বন্ধ হয়ে যায়।মাল্লাগুড়িতে হিলকার্ট রোডে কয়েকশো সিটি অটো চালক জড়ো হন। এরপরই অটো চলাচল বন্ধ করে দেন তারা। হিলকার্ট রোড সহ বিভিন্ন রুটের অটো এদিন বন্ধ করে দেওয়া হয় । ওই অভিযুক্ত টোটো চালকদের গ্রেফতারের পাশাপাশি শহরে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করার দাবিতে সরব হন সিটি অটো চালকেরা।
অন্যদিকে এদিন শহরে সিটি অটো চলাচল বন্ধ হতেই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান জংশন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এবং প্রধাননগর থানার পুলিশ। জোর করে যাত্রী সহ কোনও গাড়ি আটকানো যাবে না তা জানিয়ে দেওয়া হয় সিটি অটো চালকদের।এরপরই সেখানে সিটি অটো ইউনিয়নের নেতারা পৌঁছান। তারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং টোটো চলাচলে অবিলম্বে রাশ টানা উচিৎ সেই দাবি করেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।