Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ RAIN : পর্যাপ্ত বৃষ্টির অভাবে চিন্তায় কৃষকেরা
উত্তরবঙ্গ ঘটনা

RAIN : পর্যাপ্ত বৃষ্টির অভাবে চিন্তায় কৃষকেরা

জলপাইগুড়ি , ৭ জুলাই : গত বছরের তুলনায় এবার বর্ষা আগে এলেও বৃষ্টির পরিমাণ কমেছে , আর এতেই চিন্তা কৃষক মহলে | পাম্প সেট দিয়েই চারা রোপনের কাজ চলছে ।

দীর্ঘ কয়েক বছর পর এবার নির্ধারিত সময়ের ৯ দিন আগেই দেশে প্রবেশ করেছিল বর্ষা | আবহাওয়া দপ্তরের সেই কথা শুনে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলো জলপাইগুড়ি জেলার কৃষক ।
যদিও আষাঢ়ের এক একটি দিন পেরিয়ে গেলেও নেই সময় অনুসারে পর্যাপ্ত বৃষ্টিপাত ।
যে কারণে বীজ তলায় ধানের চারা তৈরি হয়ে গেলেও জমিতে জল না থাকায় থমকে মূল খাদ্য চাল উৎপাদনের জন্য ধান চাষ ।
জলপাইগুড়ি জেলার ঠুটা পাকরি গ্রামের কৃষক ক্ষিতীশ চন্দ্র রায় জানান , যা অবস্থা বৃষ্টি হচ্ছে না , যে কারনে বাধ্য হয়েই পাম্প সেট দিয়ে পুকুর থেকে জল তুলে খেতে দিতে হচ্ছে ,যাতে ধানের চারা রোপণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version