জলপাইগুড়ি , ৬ অগাস্ট : আলু চাষিদের ওপর পুলিশি হয়রানি বন্ধ , ভিন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ আলু চাষি সংগঠণের ।
দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় । পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ।
এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ তুলে স্লোগান দিতে শোনা যায় আলু চাষিদের।
জলপাইগুড়ি জেলার আলু চাষি সংগঠণের পক্ষে প্রদীপ দত্ত অভিযোগ করেন , আলু চাষিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে পুলিশ | তারা চায় ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে নিক | এক জায়গা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি করার ওপর যে নিষেধাজ্ঞা রাজ্য সরকার জারি করেছে তা প্রত্যাহারের দাবি জানান তারা ।