Khabar Samay Bangla Blog ঘটনা Corporation : বর্ষার আগে শহরের মধ্য দিয়ে বয়ে চলা নদী গুলো খনন করা হবে
ঘটনা

Corporation : বর্ষার আগে শহরের মধ্য দিয়ে বয়ে চলা নদী গুলো খনন করা হবে

শিলিগুড়ি , ১৩ মে : বর্ষা ও ডেঙ্গুর হাত থেকে শহরকে রক্ষা করতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মেয়র গৌতম দেব ।
শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের ডাকে সেচ দপ্তর স্বাস্থ্য অধিকর্তা সহ বিভিন্ন সমাজ সেবী সংস্থা শিক্ষা জগতের সকল আধিকারিকরা উপস্থিত ছিলেন |

বর্ষার সময় শহরের ওপর দিয়ে এবং শহর লাগোয়া বয়ে চলা নদী গুলো যাতে ভয়ানক আকার ধারন করতে না পারে , সেজন‍্য নদী গুলো খনন করে পলি তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান মেয়র।

সভাকক্ষে বড় পর্দায় ডেঙ্গু মশার জন্ম থেকে রোগের বিস্তার স্থাপন সব তুলে ধরা হয় । আলোচনা শেষে মেয়র গৌতম দেব জানান , সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই ব‍্যবস্থা গ্রহণ করছে পুরনিগম । গৌতমবাবু এ ও বলেন বিভিন্ন বাজার গুলোতে এখনও প্লাস্টিক ও থার্মোকল ব‍্যবহার চলছে । এই ব‍্যবহার বন্ধ না হলে লাগাতার এর বিরুদ্ধে অভিযান চলবে এবং উপযুক্ত ব‍্যবস্থা নেওয়া হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version