শিলিগুড়ি , ৩০ মার্চ : সদ্য শুরু হওয়া পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং জেলা তৃণমূলের কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ , মুখপাত্র বেদব্রত দত্ত , শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ , গৌতম দেব সহ অন্যান্যরা ।
এদিন পাপিয়া ঘোষ বলেন , সারা রাজ্যে ২২ টি জেলায় ১২ হাজার কিলোমিটার নতুন গ্রামীন রাস্তা তৈরি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার হুগলির সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে জেলায় জেলায় এই প্রকল্পে সূচনা করেন । তার মধ্যে দার্জিলিং জেলায় মোট ৪৯ টি রাস্তার কাজের শিলান্যাস করা হয় | তার মধ্যে ৪৭ টি রাস্তা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ।
এর মধ্যে কিছু নতুন রাস্তা নির্মান সহ রাস্তা সংস্কারের ও কাজ রয়েছে । জানা গিয়েছে এতে খরচ হবে প্রায় ২১ কোটি ৮৯ লক্ষ টাকা । সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার | এতে কেন্দ্র সরকার কোন অর্থ দিচ্ছে না । তা সত্ত্বেও বিজেপির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য বিরোধী রাজ্য গুলির সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র সরকার। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন। প্রয়োজনে আগামীতে আরও বড় আন্দোলনে নামার হুমকি দেন তিনি।